আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলের চেচিয়াং প্রদেশে নৌ বাহিনীর একটি যুদ্ধবিমান ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় বিমানটির পাইলট সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশিক্ষণ মিশনের কর্মসূচি চলার সময় এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিমানটি একটি পোশাক কারখানার ভবনের সঙ্গে বিধ্বস্ত হয়। প্রশিক্ষিত পাইলট অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমান বিধ্বস্তের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে ওই যুদ্ধবিমানে পাইলট ছাড়া আর কেউ ছিলা না। কোন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে চীনের নৌবাহিনীতে জে-৭, জে-৮, রাশিয়ান সু-২৭সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান রয়েছে।