২০১৫ সালের নভেম্বরে ভেরোনা’স ক্যাস্টেলবেচ্চিও জাদুঘর থেকে মূল্যবান এই চিত্রকর্মগুলো চুরি হয়। জাদুঘরটি ওইদিনের মতো বন্ধ হয়ে যাওয়ার পর অ্যালার্ম সিস্টেম চালু হওয়ার আগমুহূর্তে মুখোশ পরিহিত তিন ব্যক্তি সেখানে প্রবেশ করেছিলেন। তারা দ্রুত জাদুঘরে প্রবেশ করে চিত্রকর্মগুলো নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে গেল মাসে ইতালি ও মোলডোভায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেছেন, ইতালির শিল্প বিশেষজ্ঞরা এখন এখানে এসে চিত্রকর্মগুলো সনাক্ত করবেন এবং এরপর তাদের কাছে সেগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হবে।