News71.com
 International
 12 May 16, 03:42 PM
 643           
 0
 12 May 16, 03:42 PM

ইতালি থেকে চুরি হওয়া চিত্রকর্ম ইউক্রেনে উদ্ধার ।।

ইতালি থেকে চুরি হওয়া চিত্রকর্ম ইউক্রেনে উদ্ধার ।।
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২০১৫ সালে ইতালির একটি জাদুঘর থেকে চুরি হওয়া ১৭টি চিত্রকর্ম উদ্ধার করেছে ইউক্রেইন। ইউক্রেইনের কর্তৃপক্ষ বলছে, চিত্রকর্মগুলোর মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ডলারেরও বেশি।কর্তৃপক্ষ বলছে, চিত্রকর্মগুলো প্লাস্টিকের একটি ব্যাগে মোড়ানো অবস্থায় দক্ষিণাঞ্চলীয় ওডেসায় মোলডোভা সীমান্তের কাছে পাওয়া যায়। ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, এটি ছিল ‘দুর্দান্ত অভিযান’ যার মাধ্যমে শিল্পকর্ম চোরাচালানের বিরুদ্ধে ইউক্রেইনের লড়াই প্রমাণিত হয়েছে। এগুলোর মধ্যে টিনটোরেট্টো এবং রুবেন্সের আঁকা চিত্রকর্মও রয়েছে।

২০১৫ সালের নভেম্বরে ভেরোনা’স ক্যাস্টেলবেচ্চিও জাদুঘর থেকে মূল্যবান এই চিত্রকর্মগুলো চুরি হয়। জাদুঘরটি ওইদিনের মতো বন্ধ হয়ে যাওয়ার পর অ্যালার্ম সিস্টেম চালু হওয়ার আগমুহূর্তে মুখোশ পরিহিত তিন ব্যক্তি সেখানে প্রবেশ করেছিলেন। তারা দ্রুত জাদুঘরে প্রবেশ করে চিত্রকর্মগুলো নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে গেল মাসে ইতালি ও মোলডোভায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেছেন, ইতালির শিল্প বিশেষজ্ঞরা এখন এখানে এসে চিত্রকর্মগুলো সনাক্ত করবেন এবং এরপর তাদের কাছে সেগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন