আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে পার্লামেন্ট ভবন ও শীর্ষ সরকারি ভবনের কাছে একটি গাছে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ সকালে বিজয় চক এলাকায় গণমাধ্যমের গাড়ি রাখার জায়গায় মধ্যপ্রদেশের শিবপুর এলাকার ৩৯ বছর বয়সী রাম দয়াল ভার্মা নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এসময় যুবকের পরনে ছিল নীল রঙের শার্ট।
মৃতদেহের সঙ্গে একটি ৩০ পৃষ্ঠার ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। ঋণে জর্জরিত হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাম মনোহর লহিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বিজয় চকের এই এলাকাটি সবসময় নিরাপত্তার চাদরে আবৃত থাকে। এ এলাকায় পার্লামেন্ট ভবনের পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি ভবনেরও অবস্থান।