News71.com
 International
 12 May 16, 12:57 PM
 658           
 0
 12 May 16, 12:57 PM

কলকাতায় ৩ বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

কলকাতায় ৩ বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কলকাতার একটি বাড়িতে আটকে রাখা হয়েছিলো তিন বাংলাদেশি কিশোরীকে। গতকাল তাদের উদ্ধার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের একটি সূত্র থেকে আজ এ খবর পাওয়া যায়।

সূত্রমতে, উদ্ধার হওয়া তিন কিশোরী বাংলাদেশের বাসিন্দা। চাকুরি দেওয়ার নাম করে এ তিন কিশোরীকে সীমান্ত পেরিয়ে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর তাদের কলকাতার পতিতাপল্লী সোনাগাছি এলাকার নীলমণি মিত্র স্ট্রিটের একটি বাড়িতে আটকে রাখা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে কলকাতা পুলিশ অভিযান চালালে এ তিন কিশোরীর সন্ধান মেলে। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্ধ্যা ঘোষ (৫০) ও যদু শ্যামল (৩৮) নামে দুইজনকে আটক করা হয়। এ দুইজন আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছে কলকাতা পুলিশ।

উদ্ধার হওয়া কিশোরীদের একজনের বয়স (২০) এবং বাকি দুইজনের বয়স (১৯)। এ তিনজনকেই পাচারের উদ্দেশ্যে ভারতে বেআইনিভাবে নিয়ে আসা হয়েছিলো। উদ্ধার করে তাদেরকে আপাতত একটি সরকারি হোমে রাখা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। অন্যদিকে, আটকদের আজ আদালতে পেরণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন