News71.com
 International
 12 May 16, 12:51 PM
 651           
 0
 12 May 16, 12:51 PM

মুসলিমদের নিষেধাজ্ঞায় নমনীয় হলেন ডোনাল্ড ট্রাম্প।।

মুসলিমদের নিষেধাজ্ঞায় নমনীয় হলেন ডোনাল্ড ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে যুক্তরাষ্ট্রে মুসলিমদের সাময়িক নিষেধাজ্ঞার বিষয়ে শক্ত অবস্থান থেকে পিছু হটলেন ট্রাম্প। বিশেষত লন্ডনের মেয়রের সঙ্গে বাকবিতণ্ডার প্রেক্ষাপটে বেশ নরম সুরে ট্রাম্প বলেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি ছিলো এক ধরণের পরামর্শ।

ইতোপূর্বে এক সাক্ষাৎকারে লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলে তিনি সেখানে সফরে যেতে পারবেন না তার ধর্মের জন্য। সাদিক খানের এমন বক্তব্যরে প্রেক্ষাপটে ট্রাম্প জানায়, লন্ডনের মেয়রের জন্যও 'বিকল্প ব্যবস্থা' থাকবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য। কিন্তু তার এমন প্রস্তাবকে সাদিক খান প্রত্যাখান করার পর প্রথমবারের মত কিছুটা মুসলিমদের নিষেধাজ্ঞা নিয়ে কিছুটা নরম সুরে কথা বলতে দেখা যায় ট্রাম্পকে।

মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা সম্পর্কে বলতে গিয়ে নিজের শক্ত অবস্থান ত্যাগ করে ট্রাম্প বলেন, এটা এক ধরণের অস্থায়ী নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞা এখনও ডাকা হয়নি। আসলে সারা বিশ্বব্যপী কী হচ্ছে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা ছিলো শুধুই একটি পরামর্শ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন