আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চারটি পৃথক বোমা হামলায় মৃতের সংখ্যা একশ'র কাছে । এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক।
পুলিশ সূত্র অনুযায়ী, স্থানীয় সময় গতকাল প্রথম হামলাটি চালানো হয় বাগদাদের একটি বিউটি পার্লারের সামনে। এতে ৬১ জন নিহত এবং শতাধিক আহত হয়। হতাহতদের অধিকাংশই নারী। এছাড়া কাদিমিয়া পুলিশ চেকপোস্ট ও হুরাইয়া এবং জামাইয়া শহরেও বোমা হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে কাদিমিয়ায় ১৩জন পুলিশ নিহত এবং ২০ জন আহত হয়। হুরাইয়ার ঘটনায় ৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়। এছাড়া জামাইয়ার ঘটনায় ৭ জন নিহত এবং ২২ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।