News71.com
 International
 12 May 16, 11:31 AM
 622           
 0
 12 May 16, 11:31 AM

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।।

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাক্তন ইমামকে নিয়ে মন্তব্য করায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এক প্রতিবেদন সূত্র অনুযায়ী, দেশটির প্রাক্তন একজন ইমামকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সমর্থক বলার কারণে তিনি ক্ষমা চেয়েছেন।

প্রায় তিন সপ্তাহ আগে ব্রিটিশ পার্লামেন্টে তিনি প্রাক্তন ইমাম সুলায়মান গানিকে নিয়ে ঐ মন্তব্য করেছিলেন।

আইএস সমর্থক বলার অভিযোগে ক্যামেরনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইমাম সুলায়মান গানি।

উল্লেখ্য, ডেভিড ক্যামেরন যে সময়ে এই মন্তব্য করেন সে সময়ে লন্ডনের মেয়র নির্বাচনের প্রচারণা চলছিল। নির্বাচনে বিরোধী লেবার পার্টির সাদিক খান বিজয়ী হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন