আন্তর্জাতিক ডেস্কঃ আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা ১৭ মিনিটে তাইওয়ানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যার মাত্রা ছিলো ৫.৬। এখন পর্যন্ত প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুয়াও থেকে ১৪ মাইল দূরে ভূ-পৃষ্ঠ থেকে ৬ মাইল গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।