আন্তর্জাতিক ডেস্কঃ অপহরণ হওয়ার ৩ বছর পর দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি। আজ হায়দার গিলানিকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আফগান কর্তৃপক্ষ ।
এর আগে সোমবার সকালে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে আফগান ও মার্কিন সেনারা যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।তার আগে ২০১৩ সালের ৯ মে পাকিস্তানের মুলতান এলাকা থেকে অপহৃত হন আলী হায়দার গিলানি। আল-কায়েদা সংশ্লিষ্ট ১টি জঙ্গি সংগঠন তাকে অপহরণ করেছিলো ।