আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম আলেপ্পো নগরীতে বিদ্রোহীদের সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়েছে। চলমান অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার আগেই তাদের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন আগে থেকেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলেপ্পোতে অস্ত্রবিরতি চলছিল।
সংবাদ মাধ্যম হতে জানা যায়, আজ বুধবার ভোরে আলেপ্পোর দুইটি এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর অভিযানে দুজন নির্মম ভাবে আহত হয়। তাছাড়া, মঙ্গলবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত অপর দুটি এলাকায় বিমান হামলা চালানো হয়।
এদিকে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক একটি বিশেষ সংস্থার মাধ্যমে জানা যায়, নগরীর পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত দুটি এলাকায় রকেট হামলা করে বিদ্রোহীরা। তিনশতাধিক লোক নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার থেকে এখানে স্থানীয়ভাবে অস্ত্রবিরতি চলছে।