আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাকে সোমালিয়ার সাথে তুলনা করায় টুইটারে তাকে নিয়ে উপহাস করা হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারণা চালাতে গিয়ে বাম শাসিত রাজ্যটিকে সোমালিয়ার সঙ্গে তুলনা করেন তিনি।
টুইটারে উপহাস করায় গত বুধবার সকালে টুইটার ট্রেন্ডে পরিণত করা হয় প্রধানমন্ত্রীকে। কেরালায়, পরবর্তী রাজ্য সরকার নির্বাচনের জন্য আগামী সোমবার ভোটগ্রহণ করা হবে।
গত রবিবার মোদী জানান, কেরালায় প্রাথমিক স্বাস্থসেবা ও উন্নয়ন সূচক সোমালিয়ার চেয়েও খারাপ অবস্থায় আছে।
এর প্রতিক্রিয়া স্বরূপ, স্থানীয় কংগ্রেস নেতা ওমেন চান্দি বলেন, “ভারতের কোন রাজ্যের অবস্থা যদি সোমালিয়ার চেয়েও খারাপ হয়ে যায় তবে তা মোদী সরকারের জন্যও লজ্জার বিষয়।”