News71.com
 International
 03 May 16, 01:07 AM
 587           
 0
 03 May 16, 01:07 AM

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ভারতের তেলেঙ্গানা প্রদেশে সর্বমোট ১৭৮ জনের মৃত্যু ।।

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ভারতের তেলেঙ্গানা প্রদেশে সর্বমোট ১৭৮ জনের মৃত্যু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা প্রদেশে প্রচণ্ড দাবদাহে এ পর্যন্ত ১৭৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হায়দারাবাদে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য প্রকাশ করেছে।

শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৪৩। কিন্তু গত কয়েকদিনে রেকর্ড পরিমান তাপমাত্রার কারণে নালগোন্ডা জেলায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নালগোন্ডা জেলায় দাবদাহের কারণে এ পর্যন্ত ৫৩ জন এবং মাহাবুব নগরে ৩৩ জনের মৃত্যু হয়েছে। 

রামাগুন্ডামে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রী সেলসিয়াস। তবে প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন