News71.com
 International
 29 Apr 16, 11:37 AM
 664           
 0
 29 Apr 16, 11:37 AM

চীনে সবুজ স্কুল ।।

চীনে সবুজ স্কুল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ স্কুলে সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা। বিষয়টি কিছুটা ক্লান্তিরও বটে। কিন্তু এই স্কুলটির মতো একটি স্কুলে পড়তে চাইবেন যে কেউ-ই। সবুজ লতাপাতায় মোড়ানো ভবনটিতে প্রবেশমাত্রই সব ক্লান্তি দূর হয়ে যাবে ।

চীনের সিচুয়ান প্রদেশের চেংদুর প্রিলিমিনারি স্কুলের বাইরের দেয়াল ও কলাম সবই সবুজ লতায় ঢাকা। ১৯৮৯ সাল থেকে এ লাতানো গাছগুলো বেড়ে উঠছে ।


প্রাকৃতিক বেড়ে ওঠা প্রক্রিয়াতেই এরা দেয়ালজুড়ে সবুজ সাম্রাজ্য গড়ে তুলেছে। স্কুলের দেহজুড়েই যেখানে সবুজের মেলা সেখানে ক্লান্তির ঠাঁই কোথায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন