News71.com
 International
 20 Apr 16, 06:07 AM
 756           
 0
 20 Apr 16, 06:07 AM

ইউরোপের উপকূলে গণহত্যা চালাতে চায় আইএস ।।

ইউরোপের উপকূলে গণহত্যা চালাতে চায় আইএস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের সমুদ্র উপকূলগুলোতে গণহত্যা চালাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ভূমধ্যসাগরীয় ওই উপকূলগুলোতে গ্রীষ্মে পর্যটকের ভিড় বাড়ে। এ সময়েই সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা নিয়েছে আইএস ।  সূত্রঃ বিল্ড

ইতালি ও জার্মানির গোয়েন্দা প্রধানদের উদ্ধৃত করে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে । এতে বলা হয়, উদ্দেশ্য সফল করতে আইএস মোতায়েন করবে আত্মঘাতী বোমা হামলাকারী। ইতালি, স্পেন ও ফ্রান্সের এসব অবকাশযাবন কেন্দ্রগুলোর মাটির নিচে তারা বোমা পুঁতে রাখার পরিকল্পনা নিয়েছে। তাদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছে জার্মানির বিএনডি গোয়েন্দা সংস্থা। বলা হয়েছে, এমন হুমকির জন্ম হয়েছে নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন বোকো হারামের কাছ থেকে। আইএসের সঙ্গে রয়েছে এর নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক। জনবহুল এলাকা, নিরাপত্তা প্রহরী নেই এমন উপকূলগুলোতে তারা পরিকল্পিতভাবে হামলা চালানোর জন্য পরিকল্পনা করছে । সূত্রঃ আইএএনএস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন