News71.com
 International
 20 Apr 16, 01:41 AM
 692           
 0
 20 Apr 16, 01:41 AM

১২ হাজার কর্মী কমাবে তথ্যপ্রযুক্তি বিষয়ক কোম্পানি ইন্টেল ।।

১২ হাজার কর্মী কমাবে তথ্যপ্রযুক্তি বিষয়ক কোম্পানি ইন্টেল ।।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক বিখ্যাত কোম্পানি ইন্টেল ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে । সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বাজারে মন্দা অবস্থার কারণে এই উদ্যোগ নিয়েছে কোম্পানি।

তবে ঠিক কোথায় এবং কীভাবে ছাঁটাই করা হবে তা পরিষ্কার করে জানায়নি কোম্পানিটি। ইন্টেলের বেশিরভাগ কারখানাই যুক্তরাষ্ট্রে । এক বিবৃতিতে ইন্টেল জানায়, পরবর্তী ১২ মাসের মধ্যে এই চাকরিচ্যুতকরণ প্রক্রিয়া শুরু হবে ।

এদিকে কোম্পানি পুনর্গঠনের জন্য নতুন করে আরও ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে। প্রায় ১১ শতাংশ কর্মী চাকরি হারাবে এই পুনর্গঠনের আওতায়। শুধু মাত্র ব্যক্তিগত কম্পিউটার নির্মাতা হিসেবে নাম ঘোচাতে চায় তারা। ক্লাউড এবং স্মার্ট কম্পিউটিং ডিভাইসের বাজারে ঢুকতে ইচ্ছুক ইন্টেল ।

কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা স্টেসি স্মিথকে বিক্রয়, উৎপাদন এবং অপারেশন বিভাগের প্রধান করা হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ওয়াল স্ট্রিটে কোম্পানির শেয়ার ২.৫ শতাংশ কমে যায় এক ঘন্টার ব্যবধানে। চলতি বছর তাদের স্টক মূল্য ইতোমধ্যেই ৮.৪ শতাংশ কমে গেছে।

ইন্টেল এখন ডাটাভিত্তিক ব্যবসায়ের দিকে ঝুঁকতে চাইছে। এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক কম্পিউটার বাজারে ১১.৫ শতাংশ ডেলিভারি কমে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন