
আন্তর্জাতিক ডেস্ক : গত চারদিন ধরে তিউনিসিয়ায় চাকরির দাবিতে ব্যাপক আন্দোলন চলছে। গতকাল আন্দোলনের তৃতীয় দিনে আন্দোলনরত বিক্ষোভকারীদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। পরিস্হিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী হাবিব এসিদ তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। উল্লেখ্য বেকার সমস্য বেড়ে যাওয়ার কারণে মঙ্গলবার দেশটিতে জনগণ বিক্ষোভ সমাবেশ ডাক দেয় ।আর মঙ্গলবার থেকে শুরু হয়ে ওই বিক্ষোভ বর্তমানে দেশটির সর্বত্র ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভের দ্বিতীয় দিন অর্থাৎ গত বুধবার তিউনিসিয়ার কাজারেইন শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল । বেকার যুবকদের সাথে পুলিশের এ সংঘর্ষের জোরে একজন পুলিশ সদস্য নিহত হন।