News71.com
 International
 28 Jul 16, 01:41 PM
 432           
 0
 28 Jul 16, 01:41 PM

অভ্যুত্থানে ৮৬৫১ সৈনিক জড়িত: তুর্কি সেনাবাহিনী ...

অভ্যুত্থানে ৮৬৫১ সৈনিক জড়িত: তুর্কি সেনাবাহিনী ...

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টায় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী দেশটির মাত্র ১.৫ ভাগ সদস্য জড়িত ছিল বলে জানা গেছে। টার্কিশ জেনারেল স্টাফের প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টায় মোট ৮,৬৫১ সৈনিক জড়িত ছিল। এদের মধ্যে ১,৬৭৬ জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এতে জড়িয়ে পড়েছিল। এদের ১,২১৪ জন আবার ক্যাডেট।

এক প্রতিবেদনে জানা যায়,  সামরিক বাহিনী জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টায় জড়িতরা ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য।সামরিক বাহিনীর বিবৃতির ভাষ্যমতে, অভ্যুত্থানচেষ্টায় ২৪টি জঙ্গিবিমানসহ ৩৫টি বিমান ব্যবহৃত হয়েছিল, যা মোট বিমানের সাত শতাংশ।

এতে আরো বলা হয়, অভ্যুত্থানচেষ্টায় ৮টি অ্যাটাক হেলিকপ্টারসহ ৩৭টি হেলিকপ্টার (যা মোট সংখ্যার প্রায় ২.৭ ভাগ), ১৭২টি সাজোয়া যান, ৭৪টি ট্যাংক ব্যবহৃত হয়েছিল। বিদ্রোহীরা তিনটি জাহাজও ব্যবহার করেছিল। অভ্যুত্থানে ২৪৬ বেসামরিক এবং নিরাপত্তা সদস্য নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন