News71.com
 International
 28 Jul 16, 01:03 PM
 421           
 0
 28 Jul 16, 01:03 PM

প্রেসিডন্ট পদে আমরা হিলারিকে জয়ী করব ।। বারাক ওবামা

প্রেসিডন্ট পদে আমরা হিলারিকে জয়ী করব ।। বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘আমরা হিলারিকে জয়ী করব।’ বুধবার জানানো হয়, ওবামা তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ওবামা।

গত মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি। এর ফলে দেশটির ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন হিলারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন