News71.com
 International
 28 Jul 16, 12:40 PM
 437           
 0
 28 Jul 16, 12:40 PM

ভারতে মন্দিরে প্রবেশে বাধা ।। ২৫০ দলিত পরিবারের ইসলাম গ্রহণ

ভারতে মন্দিরে প্রবেশে বাধা ।। ২৫০ দলিত পরিবারের ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ চলছে লাগাতার।  গুজরাটের উনা হোক কিংবা তামিলনাড়ু- সর্বত্রই ছবিটা একইরকম।  আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক।  সম্প্রতি মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ২৫০টি দলিত পরিবার।

তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলার ঘটনা।  সূত্রের খবর, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়। অভিযোগ, দলিতদের প্রতি বরাবরই এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়।  একই ছবি কারুর জেলাতেও।  স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে।  এই পরিস্থিতিতেই এক ইসলামি সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করে।  এর পরেই ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা।

এ ঘটনা নতুন নয়।  গতবছর হরিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।  এ নমুনা থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমেনি।  গুজরাটের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি।  আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করতে চলেছেন নিপীড়িত দলিতরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন