News71.com
 International
 28 Dec 25, 08:50 PM
 22           
 0
 28 Dec 25, 08:50 PM

প্রতি বছর মদ্যপানে ইউরোপে ৮ লাখ ব্যক্তির মৃত্যু॥বিশ্ব স্বাস্থ্য সংস্থা  

প্রতি বছর মদ্যপানে ইউরোপে ৮ লাখ ব্যক্তির মৃত্যু॥বিশ্ব স্বাস্থ্য সংস্থা   

আন্তরজাকিত ডেস্কঃ ইউরোপে প্রতি বছর প্রায় ৮ লাখ ব্যক্তির মৃত্যুর জন্য অ্যালকোহল ব্যবহারকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মদ্যপান জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই সপ্তাহে প্রকাশিত একটি নতুন তথ্যপত্রে সংস্থাটি বলেছে, এই মহাদেশে 'বিশ্বব্যাপী সর্বোচ্চ অ্যালকোহল সেবনের মাত্রা' রয়েছে- যেখানে মদ্যপান অকালমৃত্যু এবং আঘাতের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের তথ্যের ভিত্তিতে এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, এই অঞ্চলে প্রায় ১ লাখ ৪৫ হাজার আহত ব্যক্তির মৃত্যু মদ্যপানের কারণে হয়েছে। সবচেয়ে বড় কারণগুলো ছিল মদ্যপান করে আত্ম-ক্ষতি, রাস্তার আঘাত এবং পড়ে যাওয়া। সংস্থার মতে, মদ্যপান আন্তঃব্যক্তিক সহিংসতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি বিষয়- যার মধ্যে রয়েছে আক্রমণ এবং পারিবারিক নির্যাতন। ইউরোপীয় অঞ্চলজুড়ে সহিংস আঘাতজনিত মৃত্যুর একটি প্রধান কারণ এট

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন