
আন্তর্জাতিক ডেস্কঃ দোর্দণ্ড প্রতাপশালী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরপরই দেশটির কুটনীতিকরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির ভারত সফরের আয়োজনে মনোযোগী হয়েছে বলে জানা গেছে। মুলত ভারত এই সফর আয়োজনের মাধ্যমে তার বৈশ্বিক স্বাধীন, নিরপেক্ষ ও শান্তিকামী অবস্থান বিশ্ব দরবারে ফুটিয়ে তুলতে চাইছে। উল্লেখ্য ২০২২ সাল থেকে পূর্ব ইউরোপে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে ইউক্রেনের। ভারত বরাবর জানিয়ে এসেছে, তারা নিরপক্ষে নয়। ভারত আসলে শান্তির পক্ষে। সেই কূটনৈতিক ভারসাম্য রক্ষার জন্যেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির ভারত সফরের আয়োজন করা হতে পারে। মুখে কেউ কিছু না বললেও বিশ্বের শান্তিকামী মানুষের নজরও রয়েছে এই হাই ভোল্টেজ সফরের দিকে। ভারতের এই নিরপেক্ষ স্বাধীন ও সতন্ত্র অবস্থানের কারনে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের কোন বাস্তব সম্মত সমাধান সুত্র এমনটাই ধারনা অনেকের।
উল্লেখ্য এর আগে ইউক্রেন থেকে ঘুরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে প্রেসিডেন্ট জেলেনেস্কির পাশে দাঁড়িয়েই দিয়েছিলেন শান্তির বার্তা। জোর দিয়েছিলেন পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের। আর এবার জ়েলেনস্কির ভারতে আসার পালা। রাশিয়ার প্রেসিডেন্ট ভারত থেকে ঘুরে যাওয়ার কয়েক মাসের মধ্যেই জ়েলেনস্কিকে যদি ভারতে আনা যায়, তবে আন্তর্জাতিক মহলে ভারতের শান্তিকামী নীতির পক্ষে জোরালো বার্তা যাবে। সেই কারণেই জ়েলেনস্কিকে ভারতে আনতে সক্রিয় হয়েছে নয়াদিল্লি। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই জ়েলেনস্কি আসতে পারেন নয়াদিল্লিতে। বের হতে পারে যুদ্ধ বন্ধের কোন বাস্তব সম্মত সমাধান সুত্র।