News71.com
 International
 15 Oct 25, 12:12 PM
 12           
 0
 15 Oct 25, 12:12 PM

ভারতের রাজস্থানে চলন্ত বাসে অগ্নিকাণ্ড॥ ঘটনাস্থলেই ২০জনের মৃত‍্যু, ১৫গুরুতর আহত

ভারতের রাজস্থানে চলন্ত বাসে অগ্নিকাণ্ড॥ ঘটনাস্থলেই ২০জনের মৃত‍্যু, ১৫গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমীর থেকে যোধপুরগামী একটি বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন আরোহী অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে ১৫ জন গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ জন আরোহী নিয়ে বাসটি জয়সালমীর থেকে বেলা ৩টা নাগাদ রওনা হয়। জয়সালমীর-যোধপুর হাইওয়েতে পৌঁছানোর পরই বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চালক দ্রুত বাসটি রাস্তার পাশে থামিয়ে দেন, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

গুরুতর দগ্ধ ১৫ আরোহীকে প্রথমে জয়সালমীরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কারও কারও ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁদের যোধপুরে স্থানান্তর করা হয়েছে। এই কাজে দ্রুততা আনতে ন্যাশনাল হাইওয়ে ১২৫-এ পুলিশি এসকর্টের মাধ্যমে গ্রিন করিডর তৈরি করা হয়, যার মাধ্যমে আটটি অ্যাম্বুলেন্সে আহতদের দ্রুত পাঠানো সম্ভব হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা গতকাল দিবাগত গভীর রাতে জয়সালমীর পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন