News71.com
 International
 13 Oct 25, 11:50 AM
 13           
 0
 13 Oct 25, 11:50 AM

মিসরের পর্যটন শহরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত॥  

মিসরের পর্যটন শহরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম এল-শেখে এক সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে রয়েছেন কাতারি আমিরি দিওয়ানের উচ্চপদস্থ কর্মকর্তারা। রোববার (১২ অক্টোবর) কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস এবং মিসরের সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, নিহত তিনজন হলেন—সাউদ বিন থামার আল থানি, আব্দুল্লাহ আল-ঘানেম আল-খায়ারিন এবং হাসান জাবের আল-জাবের। তারা সরকারি দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনার শিকার হন।আহত দুই কূটনীতিক হলেন—আব্দুল্লাহ ঈসা আল-কুওয়ারি ও মোহাম্মদ আব্দুল আজিজ আল-বুয়াইনাইন। তাদে র শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন