News71.com
 International
 11 Oct 25, 03:30 PM
 23           
 0
 11 Oct 25, 03:30 PM

আর্থিক সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্রের নামী বিশ্ববিদ্যালয়ে নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

আর্থিক সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্রের নামী বিশ্ববিদ্যালয়ে নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি প্রণোদনার বিনিময়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর কাছে নিজের রাজনৈতিক মতবাদের পক্ষে সমর্থন চাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ৯টি প্রধান বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছে, যেন তারা ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে একমত হয়। বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলো পাবে ফেডারেল অর্থায়নে বিশেষ সুবিধা। তবে এ প্রস্তাবের সমলোচনা হচ্ছে বিস্তর।

 

প্রস্তাবিত চুক্তির নাম রাখা হয়েছে ‘কমপ্যাক্ট ফর একাডেমিক এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন’। এতে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের নির্ধারিত সংজ্ঞা মেনে চলতে বলা হয়েছে, যা বাথরুম, লকার রুম এবং নারী ক্রীড়া দলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া ভর্তি, নারী ক্রীড়া, মতপ্রকাশের স্বাধীনতা, ছাত্র শৃঙ্খলা ও উচ্চশিক্ষার খরচ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের প্রেসিডেন্ট টেড মিচেল বিশ্ববিদ্যালয়গুলোকে এই চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বলেছেন, এটি উচ্চশিক্ষার স্বাধীনতা নষ্ট করবে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে দুর্বল করবে। তিনি বলেন, ‘যে আপসগুলো করতে হবে, তার মূল্য কোনোভাবেই এই সুবিধার চেয়ে কম নয়। এটি একধরনের ফাউস্টিয়ান চুক্তি।’

 

স্বাধীন মতপ্রকাশ সংস্থা, শিক্ষক সংগঠন এবং সাবেক মার্কিন অর্থমন্ত্রী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ল্যারি সামার্সও সমালোচনা করেছেন। সামার্স বলেছেন, যদিও তিনি মনে করেন শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো দিক হারিয়েছে, তবু এই উদ্যোগ ‘একটি ঘড়ি মেরামত করতে হাতুড়ি ব্যবহারের মতো—অযৌক্তিক ও ক্ষতিকর’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন