News71.com
 International
 01 Aug 25, 11:39 PM
 78           
 0
 01 Aug 25, 11:39 PM

ভারত-মার্কিন সম্পর্ক বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে॥নয়াদিল্লি  

ভারত-মার্কিন সম্পর্ক বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে॥নয়াদিল্লি   

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে কৌশলগত প্রশ্ন—সব মিলিয়ে ভারত সরকারের ওপর এখন বহুমাত্রিক চাপ। এই প্রেক্ষাপটে আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটানা ব্যাখ্যা করলেন নয়াদিল্লির অবস্থান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়ানো নিয়ে আমাদের মতপার্থক্য রয়েছে ঠিকই, তবে কূটনৈতিক স্তরে তা নিয়ে গঠনমূলক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি নজরে রেখেছেন। দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, ভারত তার জাতীয় অর্থনৈতিক স্বার্থ থেকে কোনোভাবেই সরে আসবে না। এফ-৩৫ যুদ্ধবিমান প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ, তবে ভারতের প্রতিরক্ষানীতি কোনো চাপের মধ্যে চলে না। যৌথ মূল্যায়ন চলছে, সিদ্ধান্ত সময় নিয়ে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন