আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়া আফ্রিকান ইউনিয়নের একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় মোগাদিশুর অ্যাডেন আবদুল্লে আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। খবর ডয়চে ভেলের।আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্টেবিলাইজেশন মিশন জানিয়েছে, হেলিকপ্টারটি দক্ষিণ সোমালিয়ার বালেডোগলে সামরিক বিমানঘাঁটি থেকে রওনা দেয়। আটজন যাত্রীর মধ্যে তিন জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারটি উগান্ডার বিমানবাহিনীর হলেও বর্তমানে আফ্রিকান ইউনিয়ানের শান্তি প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হচ্ছিল। উগান্ডার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টারটিতে যুদ্ধাস্ত্র ছিল। দুর্ঘটনায় সেই যুদ্ধাস্ত্র বিস্ফোরণ হয়। এতে তিনজন বেসামরিক মানুষও আহত হয়েছেন।