আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় একটি পটকা ও আতশবাজির কারখানায় আগুন ও বড় ধরনের বিস্ফোরণের পর থেকে সাতজন নিখোঁজ রয়েছেন। বুধবার (০২ জুলাই) জানিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৬৪ কিলোমিটার পশ্চিমে ইয়োলো কাউন্টির এসপার্টো এলাকায় ঘটনাটি ঘটে।রযটার্স স্থানীয় সংবাদ মাধ্যমে প্রদর্শিত উপর থেকে ধারণ করা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে বজ্রপাতের মতো আগুনের গোলা উঠে গিয়ে পুরো এলাকা কেঁপে ওঠে আর তাতে গুদামের মতো বড় একটি ভবন টুকরো টু্করো হয়ে যায়।