News71.com
 International
 03 Jul 25, 10:38 AM
 12           
 0
 03 Jul 25, 10:38 AM

এবার জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের॥  

এবার জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে, এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ এপ্রিল জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এবার সেটি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন তিনি। তবে তখন বেশিরভাগ বাণিজ্য অংশীদারের জন্য শুল্কের হার ৯০ দিনের জন্য কমিয়ে ১০ শতাংশ করেছিলেন ট্রাম্প, যাতে তারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তির জন্য সময় পায়। এই সময়সীমা শেষ হবে আগামী ৯ জুলাই। ট্রাম্প জানিয়েছেন, তিনি সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করছেন না। একই সঙ্গে তিনি জাপানের সঙ্গে চুক্তি হবে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, আমরা জাপানের সঙ্গে আলোচনা করছি। আমি নিশ্চিত নই যে কোনো চুক্তি হতে যাচ্ছে। আমার এ বিষয়ে সন্দেহ আছে। ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকি নিয়ে জাপান এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বুধবার এক সংবাদ সম্মেলনে জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা জানি। তবে মার্কিন সরকারের প্রতিটি মন্তব্যের ওপর আমরা প্রতিক্রিয়া জানাই না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন