News71.com
 International
 30 Jun 25, 11:20 AM
 20           
 0
 30 Jun 25, 11:20 AM

সুদানের সোনার খনিতে দুর্ঘটনা॥নিহত ১১  

সুদানের সোনার খনিতে দুর্ঘটনা॥নিহত ১১   

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি সোনার খনির আংশিক ধসে প্রাণ হারিয়েছেন ১১ জন খনি শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি 'সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি' (এসএমআরসি)। ঘটনাটি ঘটেছে লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়ার শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত কির্শ আল-ফিল খনিতে। খনিটি সশস্ত্র বাহিনী (এসএএফ)-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। খনির একটি কারিগরি খাদে ধস নামায় এই প্রাণহানি ঘটে। আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এসএমআরসি। এর আগে কোম্পানিটি সতর্ক করেছিল যে, খনিটির কার্যক্রম জীবনের জন্য ‘বড় ঝুঁকি’ তৈরি করতে পারে। সে কারণেই এক পর্যায়ে খনির কার্যক্রম স্থগিতও করা হয়েছিল। সূত্র:আল জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন