আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগামী সপ্তাহের শুরুতে পূর্ব-নির্ধারিত ইসরায়েল সফর বাতিল করেছেন। জেরুজালেম পোস্টসহ বেশকিছু হিব্রু মিডিয়া পরিচিত সূত্রের বরাতে এ খবর জানিয়েছে। এর আগে গত ৩ মে মার্কিন অ্যাক্সিওস পোর্টাল ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হেগসেথ ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন। প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার জন্য আগামী ১২ মে ইসরায়েলে যাওয়ার কথা ছিল হেগসেথের। হোয়াইট হাউস এর আগে জানিয়েছিল, ট্রাম্প ১৩ থেকে ১৬ মে মধ্যপ্রাচ্য ভ্রমণ করবেন। এ সফরে তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করবেন।