News71.com
 International
 21 Jan 25, 03:34 PM
 127           
 0
 21 Jan 25, 03:34 PM

ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন এরদোগান॥

ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন এরদোগান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া- ইউক্রেন যুদ্ধের অবসান ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তুর্কি নেতা। ডেইলি সাবাহ জানিয়েছে, এরদোগান বলেছেন, ‘ট্রাম্প এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা এটি নিয়ে (ট্রাম্পের সঙ্গে) আলোচনা করবো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব।’তিনি বলেন, ‘পুনর্গঠন প্রচেষ্টা শুরুর জন্য সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ এছাড়া গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘চুক্তির সমস্ত ধাপ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত এবং উপত্যকাটিতে নিরবিচ্ছিন্নভাবে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।’এছাড়া তুরস্ক ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার রাজধানী পূর্ব জেরুজালেম হবে বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে রবার্ট ফিকো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের কাঙ্ক্ষিত পূর্ণ সদস্যপদ বাস্তবায়নের পক্ষে তার দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন