News71.com
 International
 17 Dec 24, 09:43 PM
 87           
 0
 17 Dec 24, 09:43 PM

বিপাকে জাষ্টিন ট্রুডো॥ পদত্যাগ করলেন ডেপুটি প্রধানমন্ত্রী

বিপাকে জাষ্টিন ট্রুডো॥ পদত্যাগ করলেন ডেপুটি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সোমবার (১৬ ডিসেম্বর) পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণেই ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া অর্থমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন ফ্রিল্যান্ড। এই ঘটনায় জাস্টিন ট্রুডোর সঙ্গে ফ্রিল্যান্ডের যে দ্বন্দ্ব- তা প্রকাশ্যে এলো। সম্প্রতি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ক্ষমতা গ্রহণের প্রথমদিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুমকির পর দ্রুত যুক্তরাষ্ট্রে আসেন ট্রুডো। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সোমবার ফ্রিল্যান্ড তার পদত্যাগপত্রে লিখেছেন, আজকে আমাদের দেশ গভীর চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে, কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন