আন্তর্জাতিক ডেস্কঃ সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে মিশেল বার্নিয়ের পদত্যাগের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও উঠেছিল। তবে সে আহ্বান প্রত্যাখ্যান করে তিনি সাফ জানিয়েছেন, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর বুধবার (৪ ডিসেম্বর) ফরাসি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে। এ নিয়ে ফের নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ফ্রান্স। এবার নতুন করে দাবি ওঠে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যেন পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগের পরদিন জাতির উদ্দেশে ভাষণ দেন ম্যাক্রোঁ। সুস্পষ্ট ভাষায় পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি বলেন, জনগণ আমাকে পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছে। তাই সেই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রেসিডেন্ট পদে থাকব।