News71.com
 International
 23 Nov 24, 10:32 PM
 124           
 0
 23 Nov 24, 10:32 PM

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত॥

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও শিশুর শরীরে সংক্রমক রোগ ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিডিসি জানিয়েছে- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলমেডা কাউন্টির বাসিন্দা ওই শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হয়। তবে ওই শিশুর বয়স ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ আরও জানায়, তার শ্বাসকষ্টের হালকা লক্ষণ ছিল। তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হয়। ফ্লু অ্যান্টিভাইরাল প্রয়োগের পর সে সেরে উঠতে থাকে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য দার্ডিয়ান, সিবিএস নিউজ, দ্য স্ট্রেইট টাইমস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন