আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন, এটি একটি বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন পুতিন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেওয়ার পর এই যুদ্ধ বৈশ্বিক সংঘাতের দিকে যাচ্ছে। মস্কো পাল্টা আঘাত করতে পারে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। পুতিনের এই ভাষণের মূল মেসেজ হচ্ছে : পশ্চিমাদের উচিত সার্বিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা। তিনি পশ্চিমাদের উদ্দেশ করে বলেন, পাল্টা আঘাত হানার অধিকার রাশিয়ারও রয়েছে। তিনি এটাও বলেন, ইউক্রেন হামলা চালালেও তা রুশ সামরিক পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না।