News71.com
 International
 25 May 24, 09:17 AM
 34           
 0
 25 May 24, 09:17 AM

রাশিয়া ও উ. কোরিয়ার ওপর দ. কোরিয়া-জাপানের নিষেধাজ্ঞা॥

রাশিয়া ও উ. কোরিয়ার ওপর দ. কোরিয়া-জাপানের নিষেধাজ্ঞা॥

আন্তর্জাতিক ডেস্ক: অস্ত্র ব্যবসার অভিযোগে রাশিয়া ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। রাশিয়া ও উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দেয় দেশ দুটি। শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়া থেকে রাশিয়ার অস্ত্র সংগ্রহে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের মধ্যকার অস্ত্র-বাণিজ্য এবং অন্যান্য কার্যকলাপের জন্য উত্তর কোরিয়ার সাত ব্যক্তি এবং দুটি রুশ জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সরবরাহ পরিবহণের জন্য প্রচুর পরিমাণে কনটেইনার বহন করছিল রুশ ওই জাহাজগুলো। দেশ দুটির এমন কার্যকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলেশনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে জাপানও রাশিয়ার ১১টি সংস্থা ও এক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কাজে এসব সংস্থা এবং ওই ব্যক্তি জড়িত বলে অভিযোগ টোকিওর। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়ার অস্ত্র সংগ্রহ করার বিষয়টি জাতিসংঘের সংশ্লিষ্ট লঙ্ঘন। প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং দেশটিকে অস্ত্রশস্ত্র ও উপকরণ সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন