News71.com
 International
 20 Jul 16, 07:46 PM
 475           
 0
 20 Jul 16, 07:46 PM

ইউক্রেনে গাড়ি বোমা হামলায় বিশিষ্ট সাংবাদিক নিহত

ইউক্রেনে গাড়ি বোমা হামলায় বিশিষ্ট সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে গাড়ি বোমা হামলায় ওই দেশটির প্রখ্যাত সাংবাদিক পাভেল শেরেমেত নিহত হয়েছেন। তিনি অনুসন্ধানী সংবাদপত্র ইউক্রেইনস্কা প্রাভদাতে কাজ করতেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেন, আজ বুধবার সকালে বাসা থেকে কাজে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে শেরেমেতকে বহনকারী গাড়িটি উড়িয়ে দেয়া হয়। যে গাড়িতে তিনি ছিলেন সেটি সংবাদপত্রটির মালিকের ছিল।

এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী গাড়িটিতে বোমা বিস্ফোরণের বর্ণনা দিয়ে বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটির তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে করে রাস্তার মাঝখানেই গাড়িটি ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদিময়র গ্রয়সম্যান ফেসবুক পোস্টে শেরেমেত নিহত হওয়ার খরবটি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন