News71.com
 International
 20 Jul 16, 07:22 PM
 391           
 0
 20 Jul 16, 07:22 PM

বাবরি মসজিদ মামলার সবচে' পুরনো মামলাকারীর মৃত্যু

বাবরি মসজিদ মামলার সবচে' পুরনো মামলাকারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মারা গেলেন বাবরি মসজিদ মামলার সবচেয়ে' পুরনো মামলাকারী মহম্মদ হাসিম আনসারি। আজ বুধবার সকালের দিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই হৃদরোগ জনিত অসুখে ভুগছিলেন।

তার ছেলে ইকবাল বলেন, ‘আজ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে বাবা মারা যান। গত ৬ বছর ধরে তাঁর শারীরিক অবস্থা ভাল ছিল না। তাঁর অস্ত্রোপচারও করতে হয়েছিল। আজ সকালে নিজের ঘরে চা পান করছিলেন। সেই সময় নিচে পড়ে গিয়ে মারা যান তিনি। বিকেলে অযোধ্যায় তাকে দাফন করা হবে’।

বিগত ১৯৪৯ সালের ডিসেম্বর মাস থেকে তিনি এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৪ সালে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন আনসারি। তার জায়গায় নিজের ছেলে সমাজবাদী পার্টির নেতা ইকবালকে এই মামলা লড়াইয়ের দায়িত্ব দেন। সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে বাবরির বিতর্কিত এলাকায় মালিকানা নিয়ে ১৯৬১ সালে ফৈজাবাদ আদালতে যে ৬ জন মামলা করেছিলেন তার মধ্যে তিনিই ছিলেন সবচে' পুরনো। বাকি ৫ জনরা হলেন, মোহাম্মদ ফারুক, সাহাবুদ্দিন, মৌলানা নিসার, মাহমুদ সাহাব এবং হাসিম। এদের মধ্যে হাসিম আনসারিই প্রথম এই সম্পর্কিত মামলাটি দায়ের করেন ফৈজাবাদ আদালতে।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর অযোধ্যার বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ। এতে বলা হয় ২.৭৭ একর বিতর্কিত ওই জমির একটি ভাগ নির্মোহি আখড়াকে এবং বাকি দুই ভাগ ওয়াকফ বোর্ড এবং লাম লালাকে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন