নিউজ ডেস্কঃ ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটক তিনজন হলেন- প্রোসেনজিৎ দেব্বর্মা, যুদ্ধ দেব্বর্মা ও সুজীত দেব্বর্মা।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে আজ খোয়াই আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত কিছু দিন ধরে কল্যাণপুর এলাকায় জুয়াসহ মদের রমরমা কারবার চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।