News71.com
 International
 20 Jul 16, 07:11 PM
 390           
 0
 20 Jul 16, 07:11 PM

চীনে স-প্লেন বিধ্বস্তে নিহত ৫।।

চীনে স-প্লেন বিধ্বস্তে নিহত ৫।।

 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সাংহাইয়ের বাইরে একটি সিপ্লেন হাইওয়ে ব্রিজের উপর বিধ্বস্ত হলে এর পাঁচজন যাত্রীর প্রাণহানি হয়েছে। বিমানটিতে ২ জন ক্রুসহ মোট দশজন আরোহী ছিল। আরোহীদের মধ্যে সরকারি কর্মচারী ও স্থানীয় সাংবাদিক রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম আজ এ খবর জানায়।

জয় এয়ার জেনারেল এয়ার পরিচালিত 'দ্য সেসনা ২০৮ বি' বিমানটির এটি ছিল প্রথম ফ্লাইট। সাংহাইয়ের উপকণ্ঠ জিনশান থেকে বিমানটি উড্ডয়ন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন