News71.com
 International
 20 Jul 16, 12:21 PM
 441           
 0
 20 Jul 16, 12:21 PM

পরমাণু ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদনের নিন্দা জানাল ইরান-রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র  

পরমাণু ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদনের নিন্দা জানাল ইরান-রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র   

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ৬ জন জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রকাশিত প্রতিবেদনের তীব্র সমালোচনা জানিয়েছে ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। 

এই বিষয়ে ইরান দাবি করেছে, 'অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে' তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাশ্চাত্যের সঙ্গে দেশটির পরমাণু সমঝোতার প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে সম্প্রতিক বান কি মুন এক প্রতিবেদনে দাবি করেছেন। সেখানে ইরানের প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধ করারও আহ্বান করেছেন। এছাড়া এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, 'অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সমঝোতার ধারাগুলো সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের অজ্ঞতা রয়েছে।' গত বছরের জুলাইয়ে চূড়ান্ত পরমাণু সমঝোতায় পৌঁছানোর আগে ইরান এবং অন্য পক্ষগুলো দীর্ঘ ২৩ মাস ধরে আলোচনা করেছিলে। 'আমরা আগেই বলেছি, পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ লেখার ক্ষেত্রে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। এজন্য জাতিসংঘের মহাসচিব যে প্রতিবেদন দিয়েছেন তা সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো উপকার বয়ে নিয়ে আসবে না।' 

এছাড়া,  আমেরিকা এবং রাশিয়াও জাতিসংঘের মহাসচিবের প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এই প্রতিবদেন সমঝোতার মূল চেতনাকে লঙ্ঘন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন