আন্তর্জাতিক ডেস্ক: মালির একটি সেনা ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন। জানাগেছে, নাম্পালার এই ঘাঁটিতে ভারি অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালানো হয়। একটি অংশে আগুনও ধরিয়ে দেয় এই হামলাকারীরা। দুইটি ভিন্ন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা একটি নিরাপত্তা বৈঠক করেছেন এতে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডাররা উপস্থিত ছিলেন।
মালিতে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে। এর মধ্যে একটি গ্রুপ দাবি করেছে, ফুলানি জাতিগত গোষ্ঠীর ওপর সেনাদের হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। কিন্তু ইসলামী জঙ্গি গোষ্ঠী আনসার ডাইনও এই হামলার দায় স্বীকার করেছে।