News71.com
 Bangladesh
 01 Jul 16, 06:41 PM
 394           
 0
 01 Jul 16, 06:41 PM

ঝিনাইদহের সেবায়েত হত্যার চাক্ষুস সাক্ষী আছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

ঝিনাইদহের সেবায়েত হত্যার চাক্ষুস সাক্ষী আছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদরের হিন্দু মন্দির শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যার চাক্ষুস সাক্ষী রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার (১ জুলাই) সকালে ঢাকায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) কুপিয়ে হত্যা করে ‘মোটরসাইকেলে আসা তিন যুবক’, যেভাবে গত মাসে এক হিন্দু পুরোহিতকে হত্যা করা হয়।

সাংবাদিকরা এ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ঘটনায় যারা সম্পৃক্ত তাদের আমরা ধরে ফেলতে পারব। আমাদের চাক্ষুস সাক্ষী রয়েছে।”

যেভাবে যে কৌশলে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তার সঙ্গে সামপ্রতিক বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যার ঘটনার মিল রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার শেখ আলতাফ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন