নিউজ ডেস্ক: বাংলাদেশের বৃহত্তম কনভেনশন সেন্টার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার পুন:সংস্কার করবে চীন। এ মর্মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার এবং ঢাকাস্থ চায়না দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক মন্ত্রণাদাতা লি গুয়াংজুনের মধ্যে আজ সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের আরেক নাম “বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার”। যাকে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হিসেবে গণ্য করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে কখনো সংস্কার করা হয়নি।
কিন্তু এই বছরের শেষদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট” শীর্ষক সম্মেলন। এ সম্মেলনে নানা দেশের প্রায় ১ হাজার অতিথি অংশগ্রহণ করবেন। সেই সম্মেলনকে সামনে রেখেই এ সংস্কার কাজ করা হবে বলেছেন গৃহায়ন ও গণপূর্ত কর্মকর্তা।