News71.com
 Bangladesh
 06 Apr 20, 10:13 PM
 60           
 0
 06 Apr 20, 10:13 PM

করোনার প্রভাবে হাওরে নেই ধানকাটার শ্রমিক ॥ বিপাকে কৃষকেরা

করোনার প্রভাবে হাওরে নেই ধানকাটার শ্রমিক ॥ বিপাকে কৃষকেরা

নিউজ ডেস্কঃ বিস্তীর্ণ হাওরে এবার বোরো ফসলের বাম্পার ফলন হলেও ধানকাটা শ্রমিকের অভাবে ফসল ঘরে তুলতে না পারার আশঙ্কা করেছেন কৃষকরা। অন্য সময় আগাম বন্যায় পানিতে তলিয়ে গেলেও এবার কাটতে না পারার কারণে স্বাভাবিক পানিতেই তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।দেশে করোনার প্রভাব রোধে সব জেলায় গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এদিকে নিজ জেলায় বরাবরের মতোই ধানকাটা শ্রমিক কম রয়েছেন। এ অবস্থায় শ্রমিকদের আসা যাওয়ার ব্যবস্থার করার অনুরোধ করেছেন তারা। যতোদূর চোখ যায় সবুজের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে ধানের ছড়া। এমন দৃশ্য চোখে ভালো লাগলেও পরের দৃশ্যে মনে ভাসলেই কৃষকদের আসছে বিষণ্ণতা। জেলাটিতে ভালো ধান হওয়ায় চাহিদা মিটিয়ে বাইরের জেলাগুলোতে যায় এ অঞ্চলের ধান। তারমধ্যে হাওর এলাকাতেই বেশি ফলন হয়। প্রতিবছরই এ সময়টাতে ফসল কাটতে উত্তরবঙ্গ থেকে শ্রমিকরা আসেন। কিন্তু এবার করোনার প্রাদুর্ভাবে বাইরের শ্রমিকরা অসতে পারছেন না।


এদিকে জেলায় শ্রমিকরা অধিকাংশই সময় কিছু করার না থাকায় বিভিন্ন কারখানায় কাজ শুরু করেছেন। কারণ ধান কাটা শেষ হলে বছরের বেশির ভাগ সময় তাদের বসে থাকতে হয় বলে। কৃষকরা বলছেন, এ বছর পানি দেরিতে নামায় চারা রোপণ পরে করা হয়, তাই ধান পাকতেও দেরি হয়েছে। অন্যবছর এমন সময় পুরোদমে ধান কাটা শুরু হয়ে যায়। অন্যান্য বছরে মার্চের শেষের দিকে পানি এসে ধান তলিয়ে যায়। এ বছর পানি এখনো না আসলেও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে কাটতে না পেরে স্বাভাবিক নিয়মের পানিতেই চোখের সামনে তলিয়ে যাবে এসব ধান। যদি সরকারিভাবে মেশিনের সঠিক সমবন্টনের মাধ্যমে তদারকি করে, তাহলে কিছু ধান ঘরে তুরতে পারবো বলে আশা করছেন কৃষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন