
নিউজ ডেস্কঃ সাভারে ডিবি পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমানকে (৩০) কুপিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও টাকা ছিনতাই করেছে দুর্র্বৃত্তরা।আজ ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের অদূরে মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে। মতিউর ডিএমপির ডিবি পশ্চিম জোনে কর্মরত।
পুলিশ জানায়, ভোরে গ্রামের বাড়ি রাজবাড়ী সদর থেকে মোটরসাইকেলে (ঢাকা মেট্রো -৪১-৩৬২৩) ঢাকায় ফিরছিলেন মতিউর। পথে সাভারের বলিয়ারপুরের অদূরে মধুমতি মডেল টাউনের সামনে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তার ডান হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোটরসাইকেল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় জনসাধারন গুরুতর আহত মতিউরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই।