News71.com
 International
 09 Jan 19, 12:58 PM
 169           
 0
 09 Jan 19, 12:58 PM

মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে মহড়া চালানোর জন্য দ্বীপ কিনছে জাপান ।।  

মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে মহড়া চালানোর জন্য দ্বীপ কিনছে জাপান ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে মহড়া চালানোর জন্য একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এ বাবদ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৪ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে। ম্যাজে নামে পরিচিত দ্বীপটি রাজধানী টোকিও থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা অঞ্চলে অবস্থিত ।

জাপানের একটি বেসরকারি কোম্পানি বর্তমানে এর মালিক এবং মার্চ মাসের শেষ নাগাদ এর মালিকানা জাপানের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত প্রাথমিক চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই করার কথা রয়েছে। হোনশু দ্বীপে অবস্থিত মার্কিন পরিচালিত ইওয়াকিউনি বিমান ঘাঁটি থেকে এ দ্বীপ মাত্র ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে এ ঘাঁটিতে মার্কিন ৬০টি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন