News71.com
 Bangladesh
 08 Apr 16, 12:03 PM
 629           
 0
 08 Apr 16, 12:03 PM

ইডব্লিউএমজিএল পরিদর্শনে গেছে এনডিসির প্রতিনিধিরা ।।

ইডব্লিউএমজিএল পরিদর্শনে গেছে এনডিসির প্রতিনিধিরা ।।

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৫’- তে অংশগ্রহনকারী ৭৮ সামরিক ও বেসামরিক উদ্ধতন কর্মকর্তা গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যমগুলো পরিদর্শন করেছেন । এনডিসি’র কমানড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রমের নেতৃত্বে তারা কার্যালয় ঘুরে দেখেন । গণমাধ্যমের কাজের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের জন্যই এ পরিদর্শনের আয়োজন করেন এনডিসি’র কর্মকর্তারা ।

 বিশ্বের ১২ দেশের ৭৮ বিগ্রেডিয়ার জেনারেল পদমর্যাদার সামরিক ও যুগ্ম সচিব পদমর্যাদার বেসামরিক কর্মকর্তাদের দলটি দুপুরে ইস্ট ওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে এসে পৌঁছান। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী’র সঙ্গে এই দলে আরো ছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আনোরুল ইসলাম, মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব নুরজাহান বেগম ও কোর্সে অংশগ্রহনকারীরা ।

বাংলাদেশের ৫২ কর্মকর্তার মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌবাহিনীর ৪ কমোডর ও ১ ক্যাপ্টেন, বাংলাদেশ বিমান বাহিনীর ৫ গ্রুপ ক্যাপ্টেন, বাংলাদেশ সরকারের ১০জন অতিরিক্ত সচিব, বাংলাদেশ পুলিশের ২জন ডিআইজি এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মহাপরিচালক । তাদের সঙ্গে থাকা বিদেশি ২৬ সামরিক কর্মকর্তারা ভারত, পাকিস্তান, ব্রুনেই, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া, মিয়ানমার, নাইজেরিয়া, নেপাল, ওমান, তানজানিয়া এবং শ্রীলঙ্কার সেনা, নৌ ও বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার ।

পরিদর্শনকালে গতকালে দুপুরে প্রতিনিধিদলটি ইডব্লিউএমজিএল’র সম্মেলন কক্ষে মত বিনিময় করেন গ্রুপের সবকটি হাউজের প্রতিনিধিদের সঙ্গে । পরে চারটি দলে ভাগ হয়ে প্রতিটি দলই একে একে ইডব্লিউএমজিএল’র সবগুলো সংবাদমাধ্যম কার্যালয় ঘুরে ঘুরে দেখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন