News71.com
 International
 10 Feb 17, 12:06 PM
 259           
 0
 10 Feb 17, 12:06 PM

কলা গাছে গলায় দড়ি দিন বলে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন জিম্বাবুয়ের এক সরকারি কর্মকর্তা

কলা গাছে গলায় দড়ি দিন বলে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন জিম্বাবুয়ের এক সরকারি কর্মকর্তা

 

আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়ের একজন সরকারি কর্মকর্তা দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে কঠোর ও অস্বাভাবিক ভাষা ব্যবহার করেছেন। মানবাধিকার রেকর্ড নিয়ে জিম্বাবুয়েকে সমালোচনা করার পর তিনি বলেছেন, “মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা কলা গাছে গলায় দড়ি দিতে পারেন।” জিম্বাবুয়ের প্রেসিডেন্টের মুখপাত্র জর্জ চারাম্বা গত মঙ্গলবার এসব অস্বাভাবিক কথাবার্তা বলেছেন । জিম্বাবুয়ের রাষ্ট্র পরিচালিত এ খবর দিয়েছে। জিম্বাবুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে থমাস জুনিয়রকে উদ্দেশ করে চারাম্বা আরো বলেছেন, “তিনি মনে করেন তিনি আমাদের বস হতে পারেন। তারা কলা গাছে গলায় দড়ি দিক ।”

চারম্বা মার্কিন রাষ্ট্রদূতকে “ভয়ঙ্কর আমলের উচ্ছ্বিষ্ট খাবার” বলে আখ্যা দেন। এ কথার মধ্যদিয়ে মূলত তিনি হ্যারি কে থমাসকে সাবেক প্রেসিডেন্ট ওবামা আমলের রাষ্ট্রদূত হিসেবে বোঝাতে চেয়েছেন যখন আমেরিকার সাথে জিম্বাবুয়ের মারাত্মক টানাপড়েন ছিল। থমাস রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই অব্যাহতভাবে জিম্বাবুয়ের নেতা রবার্ট মুগাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছেন। গত সোমবার এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, “জিম্বাবুয়ের সরকারের হাতে মানবাবধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা চরমভাবে উদ্বিগ্ন ।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন