News71.com
 Health
 23 May 20, 06:37 PM
 820           
 0
 23 May 20, 06:37 PM

ভারতই আইপিএল আয়োজনের পথ খুঁজে নেবে॥ চ্যাপেল

ভারতই আইপিএল আয়োজনের পথ খুঁজে নেবে॥ চ্যাপেল

স্পোর্টস ডেস্কঃ ভারত যদি টি-২০ বিশ্বকাপের জায়গায় আইপিএল আয়োজন করতে চায় সেটি কেউ ঠেকাতে পারবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসকে অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক এ কথা বলেছেন। তিনি বলেছেন, প্রথম কথা হলো ভারত জিতবে। অক্টোবরে তারা (আইপিএল) খেলতে চাইলে ঠিকই পথ খুঁজে নেবে। এ কারণে আমার মনে হচ্ছে টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা প্রায় নেই। অনেকগুলো দেশ নিয়ে এটা আয়োজন করা নানাভাবেই কঠিন হবে। আর তাই আমার মনে হয়, বিসিসিআই যদি আইপিএলের জন্য এ সময়টা নিতে চায় সেটি তারা পারবে।যদিও বিশ্বে তিন লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনার জন্য প্রায় সব রকম খেলাই বন্ধ আছে। অক্টোবরে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়।

এদিকে এপ্রিলে ভারতে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনার মহামারিতে স্থগিত রাখা হয় ভারতের এ জমকালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বলা হচ্ছে, আইপিএল সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজন করা যেতে পারে। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি।গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টি-২০ বিশ্বকাপ মুলতবি হওয়াটা পায় চূড়ান্তই হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে বিশ্বকাপের ভাগ্য নিয়ে আগামী সপ্তাহে বৈঠক হবে।অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই অন্য কথা বলে রেখেছে। বল তারা ঠেলেছে অস্ট্রেলিয়ার কোর্টে। বিশ্বের সবচেয়ে ধনী এ ক্রিকেট বোর্ডের কোষাধক্ষ্য অরুন সিং বলেন, বিসিসিআই টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখতে বলবে কেন? এটা বৈঠকে আলাপ করে সিদ্ধান্ত নেবে আইসিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন